এক্সট্রিম ডিসিশনের চিন্তা বিসিবির

ছবি:

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিতর্কিত ঘটনায় জড়িয়েছেন টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। দর্শক পিটিয়ে মোটা অঙ্কের জরিমানা গুনেছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়েছেন এই ক্রিকেটার।
ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারেও নিষেধাজ্ঞা ঝুলছে তার সামনে। তারপরও নিজেকে শুধরে নিতে পারছেন না দেশের টি২০ স্পেশালিস্ট খ্যাত এই ব্যাটসম্যান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে।
তিনি ভেবেছিলেন সবশেষ বিচারের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু তা হয়নি। এমন অবস্থা চলতে থাকলে বোর্ড আরও কঠোর হবে বলেও জানিয়েছেন বিসিবির এই কর্তা। বিশৃঙ্খলা ক্রিকেটের জন্য অনেক খারাপ বলেও অবিহিত করেছেন নাজমুল হসান পাপন।

"আমরা মনে করেছিলাম, শেষ যে বিচারটি হয়েছিল, তার পর সব ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তাতেও যদি ঠিক না হয়, তাহলে তো এক্সট্রিম ডিসিশন নিতেই হবে, উপায় নেই। তবে এই ধরণের বিশৃঙ্খলা আমি মনে করি ক্রিকেটের জন্য অত্যন্ত অত্যন্ত খারাপ।"
মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল এখন যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ। যেকোনো দলই এখন সাকিব-তামিমদের সমীহ করে। ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বাংলাদেশের ক্রিকেটের অনেক খোঁজ খবর রাখেন।
ফলে দেশের ক্রিকেটের জন্য বিতর্ক তৈরি হয় এমন কিছুকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি মনে করেন বাংলাদেশের ক্রিকেট এখন বেশ ভালো একটি পর্যায়ে আছে।
"যেহেতু ক্রিকেটটা বাংলাদশে ভালো জায়গায় আছে এবং বাইরেও সব জায়গায় খোঁজখবর রাখে, এটা নিয়ে বিতর্ক হোক, তা আমরা চাই না।"