পাইপলাইন শক্তিশালী করার অভিযানে বিসিবি

ছবি: এইচপি দল

বাংলাদেশ ক্রিকেটে অন্যতম দুশ্চিন্তার নাম বদলি ক্রিকেটার। এখনও সাকিব-তামিম-মুশফিকদের বিকল্প ক্রিকেটার খুঁজে পাওয়া যায়নি। সৌম্য-ইমরুল-লিটনদের মধ্যে একজনের পরিবর্তে অন্যজন বারবার সুযোগ পাচ্ছেন। তাদের বিকল্পও নেই বিসিবির হাতে।
পরিকল্পিত পাইপলাইনের অভাবে দীর্ঘদিন অফ ফর্মে থাকা ক্রিকেটারও নিয়মিত খেলে যাচ্ছেন জাতীয় দলের জার্সিতে। এনিয়ে অনেক আক্ষেপ রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। তবে হাই পারফর্মেন্স দলের কোচ জাফরুল এহসান সুখবর দিয়েছেন।
তিনি জানিয়েছেন বিসিবি সেই লক্ষ্যেই কাজ করছে। হাই পারফর্মেন্স দলের বেশ কয়েকজন ক্রিকেটার এখন এ দলের সাথে আয়ারল্যান্ড সফরে আছে। এরপর বিসিবির এইচপি দল শ্রীলঙ্কা যাবে লম্বা সিরিজ খেলতে। তাদের নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন বিসিবির মূল পরিকল্পনা।
'স্বাভাবিকভাবে আমাদের এইচপির কাজ হলো আমাদের পাইপলাইনের ক্রিকেটারদেরকে সামনের দিকে এগিয়ে নেয়া। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের বেশ কিছু ক্রিকেটার আপনারা জানেন যে 'এ' দলের সাথেও ট্যুর করছে। সামনে হয়তো শ্রীলঙ্কা সফর আছে। লক্ষ্য হলো পাইপলাইনের ক্রিকেটারদের সামনের দিকে এগিয়ে নেয়া।'

খেলোয়াড়দের প্রস্তুতি সম্পর্কে এইচপির এই কোচ বলেছেন, 'সূচি সবকিছুই আমি করছি। আমার মনে হয় আমরা খুব ভালোভাবেই এগোচ্ছি। একটা খেলোয়াড়কে নিয়ে আমরা আলাদা করে কাজ করছি। ওয়ান টু ওয়ান কোচিং হচ্ছে। সুতরাং যার যে জায়গায় অসুবিধা আছে সেই জায়গাটায় আমরা কাজ করছি। আমরা তাদের কমফোর্ট জোনে কোচিং করাচ্ছি না। তাদের সমস্যাগুলো ভিডিও কর, তাদের খেলার ভিডিও দেখে সমস্যাগুলো দেখছি। এরপরে সেই অনুযায়ী তাদের সাথে কাজ করছি।'
গত মৌসুমে এইচপি দলের ক্যাম্প হয়েছিল স্বল্প সময়ের জন্য। তবে এ বছরের শুরুতেই এইচপি নিয়ে নতুন করে ভাবে বিসিবি। ফলে তাদের ক্যাম্পের জন্য লম্বা সময় নির্ধারণ করা হয়েছে। সঙ্গে বেশ কয়েকটি সিরিজ খেলারও সুযোগ করে দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের সমস্যা নিয়ে এখন কাজ চলছে। এমনটাই জানিয়েছেন বিসিবির এই কোচ।
'গত বছরের থেকে এবারের পার্থক্য হলো এবার বেশি সময় পাওয়া গিয়েছে। যখন বেশি সময়য় পাওয়া যায় তখন স্বাভাবিকভাবেই বেশি কাজ করা যায় এবং বেশি কাজ করার ফলে আমরা সময় পাই ওয়ান টু ওয়ান কাজ করার। চার মাস সময়টি যেমন লম্বা সময়। সুতরাং আমরা সেই অনুযায়ী চেষ্টা করছি যতটা তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করা যায়।'
গত সপ্তাহে এইচপি দলের তিন সপ্তাহের ক্যাম্প শেষ হয়েছে খুলনার। সেখানে বাংলাদেশ যুব দলের সাথে চারটি ম্যাচ খেলেছে এইচপি দল। এখন সেই ম্যাচের ভিডিও নিয়ে বিশ্লেষণ প্রক্রিয়া চলছে। ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার জায়গাগুলোতে কাজ চলছে।
'এই সপ্তাহের আগের সপ্তাহে আমরা খুলনায় প্রায় ১৪ দিন কাটিয়ে এসেছি। সেখানে চারটি ম্যাচ খেলেছি। ম্যাচগুলো আমরা পাচ্ছি। এখানে আমরা যে কাজগুলো করছি সেটি হলো তারা তাদের কাজ ঠিকমতো করতে পারছে কিনা সেটি দেখছি। ওখানে ম্যাচ খেলে আমরা বেশ কিছু ভিডিও দেখেছি যে তারা কতটুকু এগোচ্ছে। যে জায়গায় বেশি অসুবিধা বোধ করছি সেই জায়গা নিয়ে বেশি কাজ করা হচ্ছে'