পরিত্যক্ত মমিনুলদের ম্যাচ

ছবিঃ আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড
promotional_ad

দেশের মাটিতে কয়েকদিন আগেই শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছিলো বাংলাদেশ 'এ' দল। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে আনঅফিশিয়াল ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।


সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের অধিনায়ক মমিনুল হক। তবে বৃষ্টির বাঁধায় প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে খেলা।


বৃষ্টি শেষে মাঠে আগে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড উলভস। দুই ওপেনার জেমস ম্যাককোলাম ও স্টুয়ার্ট থম্পসন দারুণ শুরু এনে দিলেও দলীয় ৩৭ রানের মধ্যে ওপেনার থম্পসনের উইকেট হারায় আয়ারল্যান্ড উলভস।


৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ যখন ৩৭ রান তখন আবারও হানা দেয় বৃষ্টি। এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাককোলাম ২৬ ও বালবিরনি ৭ রান করে অপরাজিত থাকেন।


promotional_ad

সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার একই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ৩ টি ৪ দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল ও আয়ারল্যান্ড উলভস।


বাংলাদেশ 'এ' দলের একাদশ- 


মমিনুল হক (অধিনায়ক), জাকির হাসান, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, ফজলে মাহমুদ, মোহাম্মদ আল আমিন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ শরিফুল ইসলাম। 


আয়ারল্যান্ড উলভস একাদশ- 


এন্ড্রু বালবিরনি (অধিনায়ক), লরকান টাকার, জেমস ম্যাককোলাম, হ্যারি টেকটর, টাইরন কেইন, স্টুয়ার্ট থম্পসন, শেন গেটকাটে, অ্যান্ডি ম্যাকব্রাইন, জোনাথান গার্থ, ডেভিড ডেলানি, ব্যারি ম্যাকার্থি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball