বিশ্বকাপের আগে টাইগার যুবাদের ব্যস্ত সূচি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

যুব বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতির কোনো কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই ব্যস্ত সময় কাটাবে টাইগার যুবারা। ব্যস্ত থাকবে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্ট নিয়ে।
কদিন পরই ঘরের মাঠে পর্দা উঠছে যুব এশিয়া কাপের। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, হংকং, আরব আমিরাতের প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
চট্টগ্রাম-কক্সবাজারের চারটি মাঠে এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২৯ সেপ্টেম্বর। বর্তমানে এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ জন যুব ক্রিকেটারকে নিয়ে মিরপুরের বিসিবি একাডেমীতে চলছে প্রস্তুতি ক্যাম্প।

৮ জুলাই শুরু চার সপ্তাহের এই ক্যাম্প শেষ হবে ১০ আগস্ট। এর আগে জুন মাসে তিন সপ্তাহের ক্যাম্প করেছে বাংলাদেশ যুব দল। ঈদের ছুটির পর শুরু হবে তৃতীয় দফা প্রস্তুতি। এশিয়া কাপের পর সপ্তাহ খানিকের ছুটি পাবেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।
এরপর দুটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
এর আগে বাংলাদেশের মাটিতেও তাদের খেলার কথা রয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে।
এই টুর্নামেন্ট শেষে কিউইদের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ যুব দল। ফলে বোঝাই যাচ্ছে ২০২০ যুব বিশ্বকাপে বড় সাফল্য পেতে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালো ভাবেই নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।