প্রত্যাশা পূরণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জঃ রুবেল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

টাইগার পেসার রুবেল হোসেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ পেসার। প্রায় ৯বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। বাংলাদেশের অনেক বড় জয়ের সাক্ষী তিনি।
সম্প্রতি বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের সাথে আলাপকালে রুবেল জানিয়েছেন অভিজ্ঞতার কারণে তার উপর সমগ্র জাতীর প্রত্যাশা অনেক বেশি। তিনি সবসময় সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করেন।
"আমি গত ৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি এবং আমি মনে করি মাশরাফি ভাইয়ের পরে আমি দলের সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার। আমি জানি আমার উপর সমগ্র জাতির উচ্চ প্রত্যাশা আছে এবং আমি সবসময় সেটা পূরণ করতে চেষ্টা করি। একজন অভিজ্ঞ বোলার হিসেবে আমার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।"

২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কাঁধের ইনজুরিতে পড়েন রুবেল হোসেন। এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনজুরি। এরপর এই পেসারের বোলিং অ্যাকশনে অনেক পরিবর্তন আসে।
তারপরও অ্যাকশন বদলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। হয়ে উঠেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার। বিশেষ করে ডেথ ওভারে অধিনায়কের ভরসার সবচেয়ে বেশি থাকে এই পেসারের উপরই।
রুবেল জানিয়েছেন, ইনজুরি থেকে ফিরে আসা তার জন্য অনেক কঠিন ছিল। তবে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আবারও জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন। সেই আত্মবিশ্বাসই কাজে দিয়েছেন। সেই সময়ে নির্বাচকদের ভরসার কথাও উল্লেখ করেছেন তিনি।
"পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমার কাঁধের আঘাত পর (২০১৫) আমি এক বছরেরও বেশি সময় ক্রিকেটে ছিলাম না যা আমার জন্য খুবই কঠিন সময় ছিল। কোনো আঘাত পাওয়ার পর পেসারদের প্রত্যাবর্তন খুব কঠিন একটা কাজ। কিন্তু আমি ভাবে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং নির্বাচকরাও আমার উপর বিশ্বাস রেখেছিলেন কারণ এর আগে আমি ভালো পারফরমেন্স করেছিলাম।"