ফিক্সিংয়ে জড়িত ছিলেন রানাতুঙ্গা-সিলভা!

ছবি:

শ্রীলঙ্কান ক্রিকেটের দুই কিংবদন্তী ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভা। এই দুজনের হাত ধরেই ১৯৯৭ সালের বিশ্বকাপ জিতে লঙ্কানরা। শ্রীলঙ্কার ছোটো দল থেকে বড় দল হয়ে ওঠার পেছনেও এদুজনের অবদান অস্বীকার করার কিছু নেই।
অথচ এই অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভাই নাকি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন! এমনটাই দাবি করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার। তিনি বলেছেন, শ্রীলঙ্কা ক্রিকেটে ফিক্সিং ঢুকিয়েছেন এই দুজনে।
স্থানীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, রানাতুঙ্গা আর ডি সিলভা ‘গুপ্ত’ নামের এক জুয়াড়ির কাছ থেকে নগদ ১৫ হাজার ডলার ঘুষ নেন। সে সময় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাঁদের বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত চালানো থেকে নিজেদের বিরত রাখে।

তবে কোন ম্যাচে ফিক্সিং করেছিলেন তারা সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সুমাথিপালা। রানাতুঙ্গার সাথে অবশ্য সম্পর্কটা ভালো ছিলনা সুমাথিপালার। লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা কালে সুমাথিপালার তীব্র সমালোচনা করেছেন রানাতুঙ্গা।
অনেকের মতে এর বদলা নিতেই রানাতুঙ্গার বিরুদ্ধে ফিক্সিংয়ের জড়িত থাকার অভিযোগ তুলেছেন সুমাথিপালা। ফিক্সিংয়ের অভিযোগ পাল্টা অভিযোগের শুরুটা অবশ্য রানাতুঙ্গার পক্ষ থেকেই হয়েছে।
কিছুদিন আগে সুমাথিপালার পরিবারের একাধিক সদস্যের দিকে ম্যাচ গড়াপেটা থেকে বিপুল পরিমাণ অর্থ আয়ের অভিযোগের আঙুল তোলেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রানাতুঙ্গা।