আরেকটি প্রথমের অপেক্ষায় তামিম

ছবি: ছবিঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান টাইগার ওপেনার তামিম ইকবালের। তিন ম্যাচ সিরিজে দুটি সেঞ্চুরি ও একটিতে হাফসেঞ্চুরিসহ ১৪৩.৫০ গড়ে তামিম করেছেন ২৮৭ রান।
আসন্ন টি২০ সিরজেও এই ফর্ম ধরে রাখতে পারলে বাংলাদেশ দলের সাথে উপকৃত হবেন তামিম নিজেও। কারণ টি২০ সিরিজে দারুণ এক মাইলফলকের সামনে রয়েছেন এই বাঁহাতি ওপেনার।
প্রথম বাংলাদেশী হিসেবে টি২০ ক্যারিয়ারে ১৫ শত রানের মাইলফলকের সামনে তিনি। তামিমের আর ৭৭ রান দরকার এই রেকর্ড ছুঁতে। বাংলাদেশের জার্সি গায়ে ৬৫ টি টি২০ ম্যাচ খেলে তামিমের সংগ্রহ ১৪৩৩ রান।

তামিমের ব্যাট যেভাবে ছুটছে বোঝাই যাচ্ছে তিন ম্যাচে টি২০ সিরিজেই এই রেকর্ড নিজের করে নেবেন তিনি। বাংলাদেশের হয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে তামিমই সর্বাধিক রান সংগ্রাহক।
১২ শত ৬৫ রান নিয়ে এই তালিকায় তামিমের ঠিক পরেই আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন নম্বরে থাকা মাহমুদুল্লাহর সংগ্রহ ১১ শত ৬ রান। এই তারকার চেয়ে ৬ রানে পিছিয়ে থেকে ৪ নম্বরে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজে এদের প্রত্যেকেরই সুযোগ থাকছে তামিম ইকবালের সাথে ব্যবধানটা কমিয়ে নেয়ার। অন্যদিকে, তামিমের সুযোগ নিজের রেকর্ডকে সবার ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার।