বিপিএলের দিনক্ষণ নির্ধারণ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিপিএলের এবারের আসর আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। বিপিএলের গভর্নিং কাউন্সিল বিপিএলের আগামী আসরের তারিখ নির্ধারণ করেছে রবিবার।
আগামী ৫ জানুয়ারি বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে। ৩৪ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এবারের আসরেও তিনটি ভেন্যুই থাকছে। আগের আসরের মতো ঢাকা, সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই জনপ্রিয় টি২০ আসর।
রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় মিরপুর বিসিবি কার্যালয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সভা শেষে এই তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের কারণে আমরা আগের নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু করতে পারছি না। নতুন সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিপিএল।’
জালাল ইউনুস নিশ্চিত করেছেন এবারের বিপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দেশি বিদেশিসহ মোট ৪জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। তবে দলগুলো প্রতি ম্যাচে কতজন বিদেশী ক্রিকেটার খেলাতে পারবে তা এখনও জানানো হয়নি।
২০১৯ সালের ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন জালাল ইউনুস। পাশাপাশি আগামী অক্টোবরেই প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ ঠিক করা উল্লেখ করে বিসিবির এই কর্মকর্তা বলেন,
'আমাদের বিপিএল ষষ্ঠ সংস্করণটা বাকি আছে। আজকে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বিপিএল করবো। আর অক্টোবরের যে কোন তারিখ প্লেয়ার্স ড্রাফটের দিন ঠিক করবো। প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে স্থানীয় ও বিদেশি মিলে ৪ জন থাকবে। এক্ষেত্রে কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে চারজনই স্থনীয় কিংবা সমান সংখ্যক বিদেশি প্লেয়ার ধরে রাখতে পারবে। সেটা তাদের ব্যাপার।'