সুযোগের আগেই প্রস্তুতি নিতে হবেঃ নাজমুল আবেদীন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পার্থক্যটা বিশাল। অনেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করার পর জাতীয় দলের এসে ব্যাটে-বলে ব্যর্থ হন। এর কারণ হিসেবে তাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতির অভাবকে দায়ী করছেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার ও কোচ নাজমুল আবেদীন ফাহিম।
তিনি মনে করেন জাতীয় দলে সুযোগ পাওয়ার অনেক আগে থেকে নিজেকে প্রস্তুত করা জরুরী। ্না হলে ঝড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। মূলত জাতীয় দলে সুযোগ পেলে তা কাজে লাগানোই মূল কথা।
"সুযোগ পাওয়া এক জিনিস। সেটা কাজে লাগানো আরেক জিনিস। আমি যদি বলি, আমি সুযোগ পেলে অনেক ভাল করব, সেটা সবসময় হবে না। এর জন্য আপনাকে অনেক আগে থেকে প্রস্তুত হতে হবে।"

বিসিবির এই কোচ মনে করেন প্রস্তুতি নেয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হোম কন্ডিশন। ঘরোয়া ক্রিকেটেও খেলার সময় আন্তর্জাতিক ম্যাচে খেলার কথা মাথায় রাখলে প্রস্তুতিটা আরও ভালো হবে।
"প্রস্তুতি নেওয়ার সবচেয়ে ভাল জায়গা হচ্ছে হোম কন্ডিশন। ধরেন, আমি ঘরোয়া বা কোনও ক্লাবে খেলি, সেখানে যদি আমি ওই মানসিকতা নিয়ে খেলি, যে আমাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে, তাহলে কিন্তু প্রস্তুতিটা আরও ভাল হয়।"
আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখলে, সেই কথা মাথায় রেখেই সব জায়গায় মানিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া জরুরী বলে বিশ্বাস নাজমুল আবেদীনের। শুরু থেকেই নিয়ম অনুযায়ী চলা উচিত। এর বিকল্প নেই।
"যে ক্রিকেটার স্বপ্ন দেখে যে তাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে, তাকে কিন্তু সেভাবেই সব জায়গায় মানিয়ে নিতে হবে। ঘরে, বাইরে সব জায়গায়। তাকে সেভাবে খেতে হবে, সেভাবে ঘুমাতে হবে, সেভাবে চলাফেরা করতে হবে। এটার কোন বিকল্প নেই। আমি এখন এভাবে থাকব, পরে আন্তর্জাতিক খেললে আরেক ভাবে চলব; এমনটা কখনোই সম্ভব না।"