সেঞ্চুরির পর ফিরলেন তামিম

ছবি:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেন তামিম ও এনামুল। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ দল। প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে ওপেনার এনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ দল।
এই ডানহাতি ওপেনার ১০ রান করে জেসন হোল্ডারের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর তামিমের সাথে যোগ দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এই দুজনের ব্যাটেই বাংলাদেশের দলীয় সংগ্রহ অর্ধশতক ছাড়ায়।
এই দুজনে দ্বিতীয় উইকেটে ৯৬ বলে ৮১ রানের জুটি গড়েন। তামিম ৬৬ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তামিমের চতুর্থ অর্ধশতক। দলীয় শতকের পর সাকিব ৩৭ রান করে নার্সের বলে ডিপ স্কয়ার লেগে পলের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

তৃতীয় উইকেটে তামিমকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহীম। তিনি ১২ রান করে নার্সের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। তামিম মাত্র ১২০ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেঞ্চুরির পরই বিশুর বলে ১০৩ রান করে আউট হয়েছেন।
স্কোরকার্ডঃ বাংলাদেশঃ ২০৫/৪ (৪০ ওভার) মাহমুদুল্লাহ ২৮*, মাশরাফি ৩*।
এনামুল ১০, সাকিব ৩৭, মুশফিক ১২, তামিম ১০৩। হোল্ডার ২৪/১, নার্স ৫৩/১, বিশু ৪২/১।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, কিরণ পাওয়েল, শিমরন হ্যাটমিয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শেলডন কটরেল, দেভেন্দ্র বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ।