সৌম্যর বদলি মিথুন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ এ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মিথুন আলী। তবে এ দলের আয়ারল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার।
এ দলের স্কোয়াডে থাকা সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন টি২০ সিরিজে অংশ নিতে। তার বদলি হিসেবেই শনিবার বাংলাদেশ এ দলের সাথে আয়ারল্যান্ডের বিমান ধরবেন মিথুন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন মিথুন। তাছাড়া তার চৌকশ অধিনায়কত্বে এই ম্যাচে ২ রানের জয় পেয়েছিল বাংলাদেশ এ দল।
আর তাতেই নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। সৌম্য সরকার আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ খেলবেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ শেষে বাংলাদেশ এ দলের সাথে আয়ারল্যান্ডে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (ওয়ানডে সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ ও মিথুন আলী।