promotional_ad

শনিবার দেশ ছাড়ছেন মমিনুল-তাসকিনরা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

আয়ারল্যান্ডে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ এ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে শনিবার সকালে দেশ ছাড়বেন বাংলাদেশ  দলের  ক্রিকেটাররা।


কদিন আগেই শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ এ দল। শ্রীলঙ্কা সিরিজের ধারাবাহিকতায় আয়ারল্যান্ড সফরের ‘এ’ দলেও আছেন টাইগার ওপেনার সৌম্য সরকার।


টি২০ সিরিজ খেলতে সৌম্য এখন ওয়েস্ট ইন্ডিজে। ফলে এ দলের সঙ্গে যেতে পারছেন না এই বাঁহাতি ওপেনার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আয়ারল্যান্ডের বিমান ধরবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ এ দলের অধিনায়ক করা হয়েছে মমিনুল হককে।



promotional_ad

মুমিনুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত পারফর্ম করলেও আর সুযোগ মেলেনি রঙিন পোশাকে। আয়ারল্যান্ডের মাটিতে ভালো খেলে এই বাঁহাতির সুযোগ রয়েছে জাতীয় দলের সীমিত ওভারের স্কোয়াডে সুযোগ পাওয়ার।


এ দলের স্কোয়াডে আছেন চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা পেসার তাসকিন আহমেদ। আছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে খেলে আসা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের দলেও থাকা নাজমুল হোসেন শান্ত।


এদের নিয়েই আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে ৫ টি ওয়ানডে ও ৩ টি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। ১ অগাস্ট শুরু হবে ৫ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ। ১৩ অগাস্ট থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।



বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (ওয়ানডে সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball