সৌম্যদের বিপক্ষে খেলবে শক্তিশালী আইরিশ দল

ছবি: ছবিঃ আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড

চলতি মাসের শেষের দিকেই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল। আসন্ন এই সফরে ৫ টি ওয়ানডে ও ৩ টি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ দল মোকাবেলা করবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিশেষ দল আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে।
সম্প্রতি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলটির অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটার অ্যান্ড্রু বালনিরনিকে। তাছাড়া দলে রয়েছেন আরও ৯ জন জাতীয় দলে খেলা ক্রিকেটার।
ব্যারি ম্যাকার্থির সাথে বাংলাদেশ এ দলের বিপক্ষে বল হাতে দেখা যাবে জর্জ ডকরেলকে। তাদের সাথে আরও আছেন ট্রায়ন কিন, অ্যান্ডি ম্যাকব্রেইন, স্টুয়ার্ট থাম্পসন, পিটার চেজ ও সিমি সিংয়ের মতো আন্তর্জাতিক ক্রিকেট মাতানো তারকারা।
আগস্টের শেষের দিকে আয়ারল্যান্ড জাতীয় দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। সেই সিরিজকে সামনে রেখেই জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতেই জাতীয় দলের আদলে উলফসের স্কোয়াড ঘোষোণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
এদিকে, আয়ারল্যান্ড সফরের জন্য আগেই ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা পেয়েছেন মমিনুল হক, সৌম্য সরকার, তাসকিন আহমেদের মতো জাতীয় দলের তারকারা। সিরিজের সফর সূচিও চূড়ান্ত করেছে বিসিবি।
১ আগস্ট ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২, ৫, ৮ ও ১০ আগস্ট সিরিজের বাকি ওয়ানডে গুলো অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট শুরু হবে টি২০ সিরিজ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট। আর ১৭ আগস্ট সিরজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশ এ দলের আয়ারল্যান্ড সফর।
আয়ারল্যান্ড উলভস দলঃ অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেজ, ডেভিড ডেলনি, জর্জ ডকরেল, জনাথন গ্যাথ, শেন গেটেট, ট্রায়ন কেইন, গ্রাহাম কেনেডি, গ্যারি ম্যাকার্থি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককুলাম, জেমস শ্যানন, সিমি সিং, হ্যারি টেক্টর, স্টুয়ার্ট থাম্পসন, লোরাকান টাকার।
বাংলাদেশ ‘এ’ দলঃ সৌম্য সরকার (টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক, ওয়ানডেতে সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক (ওয়ানডেতে অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।
সফরসূচিঃ