সিরিজ জিততে বড় লক্ষ্য পাড়ি দিতে হবে টাইগারদের

ছবি:

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে লড়াকু পুঁজি গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৪৯.৩ ওভারে ২৭১ রান করে অল আউট হয়েছে স্বাগতিকরা।
মূলত হ্যাটমিয়ারের সেঞ্চুরির সুবাদেই এই বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা। এই ক্যারিবিয়ান তারকা ১২৫ রান করে রান আউট হয়েছেন। তাছাড়া রভম্যান পাওয়েলের ৪৪, ক্রিস গেইলের ২৯ ও শাই হোপের ব্যাট থেকে এসেছে ২৫ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে, তৃতীয় উইকেট জুটিতে ১০৩ রান যোগ করে বড় রানের স্বপ্ন দেখান হ্যাটমিয়ার ও রভম্যান।
৪৪ রান করে রভম্যান ফিরে গেলে আবারও শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়া। তবে, একপ্রান্ত আগলে রেখে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন ক্যারিবিয়ান তারকা হ্যাটমিয়ার।
বাংলাদেশী বোলারদের মধ্যে একাই ৩টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। তাছাড়া ২টি করে উইকেট দখলে নিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ১ টি করে উইকেট গেছে মাশরাফি ও মিরাজের ঝুলিতে।