জয়ের ছন্দে থাকতে চায় টাইগাররা

ছবি: মুশফিকুর রহিম

গায়ানায় স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে হার্ড হিটারের ভুমিকায় ব্যাটিং করতে দেখা গেছে বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। এর আগেও গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে এমন বিধ্বংসী ব্যাটিং করেছিলেন তিনি।
সেখানে যেমন তার ইনিংসটি দলের জয়ে অবদান রেখেছিল। ক্যারিবিয়ানদের বিপক্ষেও কম অবদান রাখেনি তার এই ইনিংস। শেষের দিকে এসে এমন একটি ইনিংসের প্রত্যাশা যে কোন দলই করবে এটাই স্বাভাবিক।
১১ বলে ৩০ রান, যেখানে ছিল ৩ চার, ২ ছক্কা। তার ব্যাটিং তাণ্ডবে শেষ ২ ওভারে ৪৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সাকিব, তামিম দুইজনই তার এই ইনিংসটির প্রশংসা করেছেন। তবে তিনি যে এমন ঝড় গতির ব্যাটিং করতে পারেন তা স্বীকারই করতে চাচ্ছেন না।
দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন করার সময় প্রথম আলোকে দেয়া একটি সাক্ষাৎকারে নিজের নতুন ব্যাটিং পজিশন ও পরিকল্পনা একটু আড়াল করতে চেয়েছিলেন তিনি। পাশাপাশি এ নিয়ে সাংবাদিকদের বেশি কিছু লিখতে নাও করেছেন তিনি। মুশফিকের ভাষায়,

‘আমি এভাবে ব্যাটিং করতে পারি না। সেদিন হয়ে গেছে, ভাই। ঝড়ে বক মেরেছি! আমি এ ধরনের ব্যাটসম্যান না। আন্দাজে হয়ে গেছে! আমার কাছে আবারও এমন কিছুর আশা করবেন না। সত্যি বলছি আমি এভাবে খেলতে পারি না। আপনারা কিন্তু বেশি লিখেন না। বেশি লিখলেই খারাপ করব।’
এছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের উইকেট নিয়েও আলোচনা করেছেন মুশফিক। তিনি ধারনা করছেন আজকের উইকেটটিও প্রথম ম্যাচের মতোই হবে। তবে এমন উইকেট পেয়ে কিছুটা অবাক হয়েছেন মুশি। কারণ বাইরের মাঠে নিজেদের অনুকূলে উইকেট পাওয়া সত্যিই অবাক করার মতো।
‘দ্বিতীয় ওয়ানডেতে উইকেট এ রকমই থাকবে হয়তো। একটু স্লো আর স্পিনারদের জন্য সহায়ক। আসলে অবাকই হয়েছি, আমাদের শক্তির জায়গা যেটা, সেটা অনুযায়ী তারা উইকেট বানাচ্ছে। এটা আমাদের বোলারদের জন্য অনেক ভালো।’
এদিকে বাংলাদেশ দল এখন দারুণ ছন্দে আছে বলে বিশ্বাস মুশফিকের। একটি দলের জন্য ছন্দ খুজে পাওয়া মানেই অনেক বড় একটি বিষয়। সুতরাং দ্বিতীয় ম্যাচেও ছন্দটা ধরে রাখতে চায় টাইগাররা। এ প্রসঙ্গে এই তারকা ব্যাটসম্যানের ভাষ্য,
'এখান থেকে সুযোগটা হাতছাড়া করার উপায় নেই। একটা ছন্দ যখন পেয়ে গেছি, এটা একটা দলের জন্য অনেক বড় ব্যাপার। যেহেতু ছন্দটা আমাদের হাতে আছে, চেষ্টা করব ধরে রাখতে।’