বড় সংগ্রহের দিকে এগুোচ্ছে বাংলাদেশ

ছবি:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলংকা 'এ' দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয় ম্যাচটি।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। অধিনায়ক মিথুনের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে টাইগাররা। কিন্তু বরাবরের মতো সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার।
তিনি বিদায় নেন ২৪ রান করে। এর খানিক পর উইকেট রক্ষক জাকিরকেও সাজঘরে ফিরতে হয়ে ১৮ রান নিয়ে। তবে দুই উইকেট হারালেও উইকেটে টিকে ছিলেন মিজানুর রহমান।

পরবর্তীতে মিজান এবং রাব্বি মিলে দলের হাল ধরেন। মিজান তুলে নেন ফিফটি। তবে ফিফটি হাঁকিয়ে আর ইনিংসটাকে লম্বাকে পারেননি তিনি। তাকে ফিরতে হয়ে ৬৭ রানে।
বর্তমানে ফজলে রাব্বির সঙ্গে ক্রিজে ব্যাট করছেন মিথুন আলী। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের দলীয় স্কোর ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান।
বাংলাদেশ একাদশঃ ফজলে রাব্বি, সৌম্য সরকার, মিজানুর রহমান, জাকির হাসান, শরিফুল, মিথুন আলী, আরিফুল হক, সানজামুল ইসলাম, নায়েম হাসান, আল আমিন, খালেদ আহমেদ