দেশ ছাড়ার আগে রনির সাহসী বচন

ছবি:

আর মাত্র কয়েকদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সিরিজে অংশ নিতে শুক্রবার ওয়ানডে দলের ৭ সদস্য রওনা দিবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে।
এই তালিকায় রয়েছেন পেসার আবু হায়দার রনিও। দেশ ছাড়ার আগে ওয়ানডে সিরিজের ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে এই টাইগার পেসার জানিয়েছেন প্রথম টেস্টের মতো ওয়ানডেতে এতটা খারাপ খেলবে না বাংলাদেশ। মূলত ভিন্ন ফরম্যাট বলেই বেশ আত্মবিশ্বাসী রনি। এই প্রসঙ্গে তিনি বলেছেন,
'প্রথম ম্যাচটি খারাপ হয়ে গেছে বলে এমন না যে আমরা ঘুরে দাঁড়াতে পারি না। আর ওয়ানডে ভিন্ন ফরম্যাট, টেস্ট এবং ওয়ানডে ভিন্ন ফরম্যাট। আমরা আশা করি ওয়ানডেতে খুব ভালো খেলবো।'

দলে জায়গা ধরে রাখতে হলে যে সর্বদা নিজের পারফর্মেন্সের ওপর নজর রাখতে হবে সেটিও স্বীকার করেছেন রনি। এই বিষয়টিকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবেও মানছেন তিনি। যদিও এই চ্যালেঞ্জ নিতে মুখিয়েই আছেন ২২ বছর বয়সী এই তরুণ। তার ভাষায়,
'দলে জায়গা ধরে রাখা অবশ্যই চ্যালেঞ্জের। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে প্রত্যেকটি সিরিজ এবং প্রত্যেকটি খেলাই আমার জন্য চ্যালেঞ্জের। কারণ এখন প্রতিযোগিতামূলক খেলায় টিকে থাকতে হলে অবশ্যই আমাকে সবসময় পারফর্মেন্স করতে হবে। সুতরাং আমি যেখানেই খেলি না কেন আমাকে পারফর্ম করতে হবে। ওয়ানডে সিরিজে যদি ভালো করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে আরো বড় সুযোগ আসবে।'
নিজের ফিটনেস নিয়েও কথা বলেছেন আবু হায়দার। জানিয়েছেন বর্তমানে পুরোপুরি ফিট হতে সকল ধরণের পরিশ্রমই চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে একজন পেস বোলার হিসেবে যতটুকু ফিটনেস থাকা দরকার সেটা তার রয়েছে বলেও মনে করছেন তিনি। বলেছেন,
'একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনার সবসময় ফিট থাকা উচিৎ। আর আমরা যেহেতু পেস বোলার আমাদের দায়িত্বটি আরো বেশি। কারণ পেস বোলাররা বেশিরভাগ সময় চোটাক্রান্ত হয়। এই জন্য আমি ফিটনেস সম্পর্কিত যে কাজগুলো আছে যেমন রানিং, জিম এগুলো করছি। নিজেকে শতভাগ যেন ফিট রাখতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছি। এখন যথেষ্ট ভালো ফিট আছি।'