র্যাংকিংয়ের এগিয়ে থেকেও 'পিছিয়ে' বাংলাদেশ!

ছবি:

আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের থেকে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে এই এগিয়ে থাকার বিষয়টি খুব একটা তারতম্য করবে না আসন্ন সিরিজে। এমনটাই মনে করছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার জেফরি ডুজন।
তাঁর মতে টাইগারদের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিট হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজই। বিশেষ করে ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ডুজন জানিয়েছেন তিনি বিশ্বাস করেন এই সিরিজে বাংলাদেশের থেকে এগিয় থেকেই মাঠে নামবে তাঁর দেশ এবং সিরিজ জয়ও কঠিন হবে না। তাঁর ভাষায়,

'আমি মনে করিনি যে এমনটা কখনও বলতে হবে, যদিও বাংলাদেশ আমাদের থেকে টেস্ট র্যাংকিংয়ে এগিয়ে আছে তবে এরপরেও আমি বলবো এটি এমন একটি সিরিজ যেটি আমাদের জেতা উচিৎ।'
অবশ্য বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা ডুজন মনে করছেন সিরিজের ফলাফল সবই নির্ভর করছে উইকেটের ওপর। যদি সবুজ উইকেট হয় সেক্ষেত্রে উইন্ডিজরা ভালো খেলবে উল্লেখ করে তিনি বলেন,
'আমাদের বোলারদের নিয়ে কিছু কাজ করা দরকার। আমাদের বোলিং ইউনিট এখনও সেভাবে শক্তিশালী নয়। তবে বোলারদের কিছুটা সাহায্য করা প্রয়োজন এবং ব্যাটসম্যানদের অবশ্যই দাঁড়িয়ে যেতে হবে।'