পিঠ টান দিচ্ছে পিসিবি?

ছবি:

কয়েকদিন আগেই আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে একটি চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেই চুক্তিতে বলা হয়েছিলো এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আমিরাত টি টুয়েন্টি লিগে খেলবেন পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার।
তবে এবার নতুন করে খবর পাওয়া গেছে যে এই লিগে খেলার জন্য নাকি অনুমতি দেয়া হবে না বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের। পিসিবির এক কর্মকর্তা এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। এই প্রসঙ্গে সেই কর্মকর্তা বলেছেন,
'এখন পর্যন্ত পিএসএলের জেনারেল বডি মিটিং এবং পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের আমিরাত লিগে খেলার জন্য অনুমতি প্রদান করছে না বোর্ড।'

তবে আমিরাত টি টুয়েন্টি লিগের চেয়ারম্যান নাসিম আশরাফ আশা করছেন পাকিস্তানর তরুণ ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে আসবে এবং এতে করে তাদের অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে পাকিস্তান ক্রিকেটেরও উপকার হবে। এই প্রসঙ্গে নাসিম বলেছেন,
'আমরা পিসিবির পিএসএল এবং আমিরাত টি টুয়েন্টি লিগ নিয়ে কাজ করার চেষ্টা করছি যেন এই টুর্নামেন্ট দুটি ক্রিকেটের সবথেকে সেরা ক্রিকেট টুর্নামেন্টে হিসেবে সাফল্য লাভ করে।'
উল্লেখ্য এই টি টুয়েন্টি লিগটিতে অংশ নিবে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল। যেখানে খেলবেন ক্রিকেট বিশ্বের অনেক তারকা ক্রিকেটাররাই। আর এই কারণে এরই মধ্যে এই টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক টি টুয়েন্টি ক্রিকেট লিগের তকমা দেয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ২৪ দিনের এই লিগটি। আর টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে আবুধাবি, দুবাই এবং শারজাহ।