promotional_ad

'ব্যাড বয়' সাব্বিরের স্তুতিতে নান্নুও

promotional_ad

মাঠ এবং মাঠের বাইরের নানা বিতর্কিত ঘটনার কারণে বেশ কিছুদিন থেকে সমালোচনার ঝড় বইছে বাংলাদেশ ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিয়ে।


এমনকি তাঁর নামের পাশে 'ব্যাড বয়' উপাধিও জুড়ে দিয়েছেন অনেকে। তবে সাব্বির নিজে হয়তো এসকল সমালোচনার মোক্ষম জবাব দেয়ার জন্য অনেকটাই তক্কে তক্কে ছিলেন। অপেক্ষায় ছিলেন সুযোগের সদ্ব্যবহারের। 


শেষ পর্যন্ত সেই সুযোগটি এসেছে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষেই। লঙ্কানদের বিপক্ষে চার ম্যাচের অলিখিত টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সাব্বির। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিলো ১৩৬ রানের। 



promotional_ad

এদিকে দুর্দান্ত এই ইনিংসটি খেলার পর সকলেরই বাহবা পাচ্ছেন এই  টাইগার ব্যাটসম্যান। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। সাব্বির ফর্মে ফেরায় বেশ খুশি তিনি। এই প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেছেন, 


'সে আসলেই দারুণ ব্যাটিং করেছে, তবে সবথেকে যেটি সন্তোষজনক ছিলো সেটি হলো তাঁকে দৃঢ় প্রতিজ্ঞ লাগছিলো। কঠোর পরিশ্রম করার পরেও আগের মতো এবার সে সুযোগ নষ্ট করবে না বলেই বোঝা যাচ্ছিলো।'


নিজেকে প্রমাণ করতে পেরে সন্তুষ্ট সাব্বির নিজেও। দীর্ঘ বাঁধা বিপত্তি পার হয়ে এই সুযোগটি পাওয়ার পর যেন নতুন করে শুরু করলেন তিনি। এই প্রসঙ্গে সাব্বির বলছিলেন,  



'আমি মনে করি এটি আমার জন্য নতুন একটি শুরু এবং আমি আর সুযোগ হারাতে চাই না যেটি আমি পেয়েছি অনেক প্রচেষ্টা এবং বিপত্তির পর।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball