promotional_ad

আইরিশদের গুঁড়িয়ে দিয়ে কোহলিদের সিরিজ জয়

promotional_ad

শক্তিমত্তায় যে ভারতের থেকে আয়ারল্যান্ড যোজন দূরত্বে অবস্থান করছে সেটি আরো একবার প্রমাণিত হলো শুক্রবারের টি টুয়েন্টি ম্যাচটিতে। এদিন দুই ম্যাচ টি টুয়েন্টি সিরিজের শেষটিতে বিরাট কোহলির ভারতের কাছে ১৪৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে গ্যারি উইলসনের নেতৃত্বাধীন আইরিশরা। 


এদিন ডাবলিনের ম্যালাহাইডে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন আইরিশ অধিনায়ক উইলসন। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে লোকেশ রাহুল এবং সুরেশ রায়নার দুইটি ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২১৩ রানের পাহাড় দাঁড়া করায় কোহলি বাহিনী। 


মাত্র ৩৬ বলে ৬টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ৭০ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন ওপেনার রাহুল। কম যাননি অভিজ্ঞ রায়নাও। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ৬৯ রান। যেখানে ছিলো ৩টি ছয় এবং ৫টি চারের মার।


এই দুই ব্যাটসম্যান ছাড়াও অবশ্য ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। দলকে তিনিও আরেকটি ক্যামিও উপহার দিয়েছেন। মাত্র ৯ বলে ৪টি ছয় এবং ১টি চার হাঁকিয়ে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি।


ভারতীয় ব্যাটসম্যানদের তান্ডবের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি আয়ারল্যান্ডের কোনো বোলারই। কেভিন ও'ব্রায়ান ৩টি উইকেট শিকার করলেও রান দিয়েছেন ৪০। অপরদিকে ৪২ রানে একটি উইকেট পেয়েছেন পিটার চেজ। 



promotional_ad

২১৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ভারতের বোলারদের সামনে একেবারেই অসহায় আত্মসমর্পণ করে আয়ারল্যান্ড। মাত্র ১২.৩ ওভারে ৭০ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হয়েছে তাদের। 


আইরিশদের ব্???াটিং লাইন আপে সবথেকে বেশি ধ্বস নামিয়েছেন দুই স্পিনার যুবেন্দ্র চাহাল এবং কুলদ্বিপ যাদব। এই দুই স্পিনার মিলে তুলে নিয়েছেন আইরিশদের ৬টি উইকেট।


কুলদ্বিপ মাত্র ৪ ওভারে ২১ রান খরচায় ৩টি এবং চাহাল ২.৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়াও ১৯ রানে ২টি উইকেট নিয়েছেন পেসার উমেশ যাদব। 


আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক গ্যারি উইলসন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান এসেছে উইলিয়াম পোর্টারফিল্ডের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের আর কেউই সেভাবে রান করতে পারেননি। মাত্র ৩৬ বলে ৭০ রানের অনবদ্য একটি ইনিংস খেলার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ওপেনার লোকেশ রাহুল। 


এদিকে শুক্রবারের এই জয়ের মাধ্যমে দারুণ একটি রেকর্ড গড়েছে ভারত। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সবথেকে বেশি ব্যবধানে জয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোহলি বাহিনী। এই তালিকার সবার ওপরে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৭ সালের টি টুয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের জয় পেয়েছিল লঙ্কানরা। 



ভারত একাদশ- 


লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সুরেশ রায়না, রোহিত শর্মা, মনিষ পান্ডে, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), কুলদ্বিপ যাদব, সিদ্ধার্থ কউল, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল। 


আয়ারল্যান্ড একাদশ-


পল স্টারলিং, জেমস শ্যান্নন, অ্যান্ডি বালবিরনি, উইলিয়াম পোর্টারফিল্ড, গ্যারি উইলসন (অধিনায়ক), সিমি সিং, কেভিন ও'ব্রায়ান, স্টুয়ার্ট থম্পসন, জর্জ ডকরেল, বয়ড র‍্যানকিন, পিটার চেজ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball