আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাকিব

ছবি:

ব্যাটে বলে এবারের আইপিএলে দারুণ সময় কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দল সানরাইজার্স হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন না হলেও পুরো আসরে পারফর্মেন্স উজ্জ্বল ছিল সাকিবের।
আইপিএল শেষ করে দেশে ফিরেই সাকিব জিতেছেন প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। পুরস্কার হাতে নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। জানিয়েছেন আইপিএল অভিজ্ঞতার ব্যাপারেও।

নতুন দল হায়দ্রাবাদে খারাপ অবস্থায় ছিলেন না তিনি। একইসাথে জানিয়েছেন আসন্ন আফগানিস্তান সিরিজে আইপিএলের অভিজ্ঞতাই কাজে লাগবে তার। সাকিবের ভাষ্যমতে,
'আইপিএলে প্রতিবারই নতুন নতুন কিছু শিখতে পারি। কেকেআরে যখন সাত বছর ছিলাম ভালো অভিজ্ঞতা হলো। যেহেতু কলকাতাতে একই ভাষা, প্রায় একই সংস্কৃতি। বাংলাদেশ থেকে অনেকে খেলা দেখতে যেত। আমার কাছে কখনো মনে হয়নি বাংলাদেশের বাইরে আছি।
'হায়দরাবাদ অনেক দূরে। তবে পরিবেশটা অনেক ভালো। প্রথমবারের মতো আইপিএলে সবগুলো ম্যাচ খেললাম। খুব ভালো অভিজ্ঞতা ছিল। দলে অবদান রাখতে পেরে আমি খুশি। চেষ্টা থাকবে এই অভিজ্ঞতা সামনে আফগানিস্তান সিরিজে কাজে লাগাতে পারি।'