চালকের আসনে পাকিস্তান

ছবি:

লর্ডসে আগের দিনে ১৬৬ রানের লিডকে খুব বেশি বড় করতে পারলো না পাকিস্তান। তৃতীয় দিনের শুরুতেই ৩৫০ রানের সঙ্গে আর তের রান যোগ করতে পেরেছে তারা।
বাবর আজম ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পরায় ৩৬৩ রানেই থামতে হয় তাদের। লিড এসেছে ১৭৯ রানের। সেটাই বা কম কি। ইংল্যান্ড ব্যাটসম্যানদের আবারো খাবি খাইয়ে ছেড়েছে পাক বোলাররা।
লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছয় উইকেটে ২৩৫। চার উইকেট হাতে নিয়ে তাদের লিড ৫৬ রানের। ব্যাটিংয়ের শুরুতেই অ্যালিস্টার কুকের (১) উইকেট হারায় তারা। দলীয় ৩১ রানে ফিরে যান আরেক ওপেনার মার্ক স্টোনম্যান (৯)।

এরপরে খানিকক্ষণ জো রুট লড়াই চালিয়ে গেলেও দলীয় ১০৪ রানের মধ্যে ডেভিড মালান (১২), উইকেটরক্ষক জনি বেয়ারস্টো (০) ও বেন স্টোকসের (৯) উইকেট হারিয়ে আবারো চাপে পরে স্বাগতিকরা।
চাপ কাটানোর আগেই ১১০ রানের মাথায় ফিরে যান অধিনায়ক জো রুটও। আঁটটি চারে ৬৮ রান করে মোহাম্মদ আব্বাসের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তবে এই ছয় উইকেট পাওয়ার পরে আর সাফল্য পাননি পাকিস্তানের ব্যাটসম্যানরা।
মাটি কামড়ে ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন দুই বছর পরে ইংল্যান্ড টেস্ট দলে ফেরা জশ বাটলার ও বোলার ডোমিনিক বেস। ছয়টি চারে ৬৬* রান করেছেন বাটলার।
আর আঁটটি চারে ৫৫* রান করেছেন বেস। পাকিস্তানী বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও শাদাব খান। প্রথম ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়েছে ইংলিশরা।