সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর আজম

ছবি:

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের দুর্দান্ত একটি বাউন্সার নিচু হয়ে কাটিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানী ব্যাটসম্যান বাবর আজম। কিন্তু পারলেন না তিনি।
আদতে যে বলটিকে বাউন্সার মনে করেছিলেন তিনি তা ততটাও উপরে ওঠেনি। বরঞ্চ সেই বলটি কব্জিতে লেগে যায় ৬৮ রানে ব্যাটিং করতে থাকা বাবর আজমের।

শেষমেশ রিটায়ার্ড হার্ট হন বাবর আজম। পরবর্তীতে জানা যায়, বাবর আজমের হাতে হালকা ফাটল ধরেছে। ফলে এই টেস্ট তো নয়ই, ইংল্যান্ডের বিপক্ষে সামনের টেস্টেও দলে থাকবেন না তিনি।
অর্থাৎ সিরিজ থেকেই ছিটকে পরেছেন ইনফর্ম এই ব্যাটসম্যান। এদিকে বাবর আজমকে ছাড়া ভালোভাবেই দিনটি পার করেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩৫০ রান।
এখন পর্যন্ত ১৬৬ রানের লিড নিয়েছে তারা। হাতে আছে এখনো দুটি উইকেট। আগের দিন ইংল্যান্ডকে ১৮৪ রানে অলআউট করায় এই ম্যাচটিতে বেশ সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান একথা বলাই যায়।