সাকিব অন্যদের থেকে আলাদাঃ জহির

ছবি:

আইপিএলের ফাইনালে উঠে গেলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আর নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচ জেতাতে দারুণ ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান।
২৪ বলে ২৮ রানের ইনিংস খেলার পরে বিশেষ অবদান রেখেছেন বোলিংয়ে। তিন ওভার করে ১৬ রান খরচায় নিয়েছেন কলকাতার দলপতি দিনেশ কার্তিকের উইকেট। ম্যাচ শেষে তাই দারুণ প্রশংসিত সাকিব। সাবেক ভারতীয় পেসার জহির খান তার সম্পর্কে জানান,
'হায়দ্রাবাদকে সেই স্পিনাররাই কিন্তু ম্যাচে ফিরিয়েছে। সাকিব ও রশিদ কলকাতাকে বিপদে ফেলেছে। সাকিবের নেয়া দিনেশ কার্তিকের উইকেটটি বড় আঘাত ছিল কলকাতার জন্য। এরপরেই দ্রুত তিন উইকেটের পতন ঘটে।'

তবে তিনি মনে করেন সাকিবকে পাওয়ার প্লে তেও ব্যবহার করা যেতো। 'এক পর্যায়ে মনে হয়েছে হায়দ্রাবাদ ট্যাকটিকালি ভুল করেছে। কলকাতা যখন দ্রুত রান তুলছিল, তখন তাদের ম্যাচের গতি পরিবর্তন করা দরকার ছিল।
'একজন স্পিনারকে বল দেয়া দরকার ছিল। সাকিব পাওয়ারপ্লেতে বল করে অভ্যস্ত। দিন শেষে দেখা গেল সাকিব মাত্র তিন ওভার বল করেছে, বাকি এক ওভারে পাওয়ারপ্লেতে ব্যবহার করা যেত।'
এদিনে ভারতের বিশ্বকাপজয়ী পেসার জহির খান সাকিবের বোলিংয়ের ধরণ নিয়েও বিশ্লেষণ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের বোলিং প্রসঙ্গে নিজের মনোভাব ব্যক্ত করতে গিয়ে এক অনুষ্ঠানে জানান,
'সাকিব ভিন্ন ধরনের বাঁহাতি স্পিনার, সে অন্যদের থেকে আলাদা। বাতাসে ধীর গতির বোলিং করে থাকে সে, যা বাউন্ডারি ছাড়া করা খুবই কঠিন। আর সাকিব খুব একটা টার্ন করায় না। যদি বাঁহাতি ব্যাটসম্যান ব্যাটিং করে থাকে, তারপরও সাকিব ক্রিজের ব্যবহার করে বল বের করে দিতে সক্ষম।'