শীঘ্রই ওয়ানডে অভিষেক হচ্ছে লামিচান্নেদের

ছবি:

বছরের শুরুতে বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিলো সন্দীপ লামিচান্নের নেপাল। এবার নিজেদের অফিসিয়াল আন্তর্জাতিক প্রথম ওয়ানডে খেলার সুযোগ হয়েছে দলটির।
আর নিজেদের প্রথম ওয়ানডে সিরিজটি নেপাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। চলতি বছরের আগস্ট মাসে হবে দুই ম্যাচের এই ওয়ানডে সিরিজটি। খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে ১ম ও ৩ই আগস্ট।

যদিও ভেন্যু এখনো ঠিক করা হয়নি। তবে সিরিজটি হবে নেদারল্যান্ডসের মাটিতে। আর এই সিরিজের আগে লর্ডসের মাটিতে এক ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুটি দল।
এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে এর আগে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিলো নেপাল। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে ৪৫ রানে হেরেছিল সন্দীপ লামিচান্নেরা।
এদিকে নেপালকে অভ্যর্থনা জানাতে ভুল করেননি নেদারল্যান্ডস দলের কোচ রায়ান চ্যাম্বেল। 'নেপালকে তাদের প্রথম ওয়ানডে ম্যাচের জন্য অভ্যর্থনা জানাতে খুব ভালো লাগছে। সন্দীপ লামিচান্নে খুবই দারুণ একজন ক্রিকেটার। তাকে এখানে খেলতে আনাটা ভালো লাগার।'