ঐতিহ্যবাহী লর্ডসে খেলতে নামছে পাকিস্তান

ছবি:

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। ঐতিহ্যবাহী লর্ডসে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে এই দুটি দল।
কিছুদিন আগেই আয়ারল্যান্ডকে তাদের অভিষেক টেস্টে হারিয়েছে পাকিস্তান। ম্যাচের আগে তাই দারুণ ফুরফুরে মেজাজে আছে তারা। অপরদিকে নিজেদের শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি স্বাগতিক ইংল্যান্ড।
দুটি ড্র আর তিনটি ম্যাচে হেরেছে তারা। তবে ইংল্যান্ডের বিপক্ষে দুশ্চিন্তা বেশি পাকিস্তানেরই। শেষবারের ইংল্যান্ড সফরে মিসবাহ উল হক এবং ইউনুস খান ছিল দলের সঙ্গে।

এবার একেবারেই তারুণ্যে ভরা দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে জেতা একাদশ নিয়েই মাঠে নামতে পারে তারা। অপরদিকে দুই বছর পরে ইংল্যান্ডের দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার।
সাত নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাকে। ইংল্যান্ড দলে আছেন উইকেটকিপার জনি বেয়ারস্টোও। ম্যাচের আগের দারুণ এক মাইলফলকের সামনে ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক।
এই টেস্টে অ্যালান বর্ডারের টানা ১৫৩ টেস্ট খেলার রেকর্ডে ভাগ বসাবেন তিনি। এদিকে লর্ডসের উইকেটে বরাবরই সুযোগ থাকবে পেসারদের জন্য। খেলা শুরুর আগে উইকেট থেকে ঘাস অপসারণের কথা জানা গিয়েছে।
সম্ভাব্য একাদশঃ-
ইংল্যান্ডঃ- অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, জশ বাটলার, মার্ক উড/ ক্রিস ওকস, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
পাকিস্তানঃ- আজহার আলী, ইমাম-উল-হক, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, রাহাত আলী / হাসান আলী, মোহাম্মদ আব্বাস।