promotional_ad

আরেকটি দুঃসংবাদ শুনলেন মালিঙ্গা

promotional_ad

গত বছরের সেপ্টেম্বরের দিকে ভারতের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এরপর থেকে জাতীয় দলে উপেক্ষিত তিনি। তাকে বেমালুম ভুলে গিয়েছে শ্রীলংকা দল।


চলতি বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি টুয়েন্টি সিরিজ এবং নিদাহাস ট্রফি, কোনও সিরিজেই ডাক পাননি তিনি। আর এবার নতুন করে শুনলেন আরেকটি দুঃসংবাদ।


তা হচ্ছে ২০১৮-১৯ মৌসুমে লঙ্কান বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরেছেন তিনি। এদিকে ৩৩ জন ক্রিকেটারকে রাখা হয়েছে নতুন চুক্তিতে। পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে তাদের।



promotional_ad

এদিকে মালিঙ্গা দুঃসংবাদ পাওয়ার দিনে সুসংবাদ পেতে যাচ্ছে তার সতীর্থরা। কেননা ২০১৭ সালের মতো এবার আর পারফর্মেন্স বিবেচনা করে বেতন দিচ্ছে না লঙ্কান বোর্ড।


এবার ক্রিকেটারদের ৩৪ শতাংশ বেতন বাড়াচ্ছে বোর্ডটি। সবচেয়ে বেশি বেতন পেতে যাচ্ছেন ক্যাটাগরি 'এ' তে থাকা ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল এবং রঙ্গনা হেরাথ, দিমুথ করুনারত্নে ও সুরঙ্গা লাকমাল। 


এদিকে দলের টি-টুয়েন্টি অধিনায়ক থিসারা পেরেরাকে ক্যাটাগরি 'সি' তে রাখা হয়েছে। সবশেষে থাকা পাঁচ নম্বর 'প্রিমিয়ার ক্যাটাগরি'তে জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার।   



সূত্রঃ ক্রিকইনফো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball