ডাফি-সেয়ার্সের তোপের পর সেইফার্ট ঝড়ে জিতল নিউজিল্যান্ড

ছবি: ২২ বলে ৪৫ রান করেন টিম সেইফার্ট, ফাইল ফটো

বৃষ্টিতে ২০ থেকে ম্যাচের ওভার কমে দাঁড়িয়েছিল ১৫-তে। ওভার প্রতি ৯ রেটে পাকিস্তান করে ৯ উইকেটে ১৩৫ রান। প্রথম ম্যাচের চেয়ে কিছুটা বেশি রান হলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। কিউইরা লক্ষ্যে পৌঁছে যায় ১১ বল হাতে রেখেই।
বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা
১৮ ঘন্টা আগে
অল্প লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ওভারে দুই ওপেনার টেম সেইফার্ট ও ফিন অ্যালেন ৬৬ রানের জুটি গড়ে ম্যাচটা হাতের মুঠোয় আনেন। সেইফার্ট ২২ বলে ৪৫ আর অ্যালেন খেলেন ১৬ বলে ৩৮ রানের ইনিংস। প্রথম তিন ওভারে এ দিন সাতটি ছক্কা মারেন এই দুই ব্যাটার, যা আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে দেখা যায়নি।
এরপর অবশ্য একটানা উইকেট হারাতে থাকে দলটি। সেইফার্টকে ফেরান মোহাম্মদ আলী। আলীর গুড লেংথের স্লোয়ার ডেলিভারিটি হাঁকাতে গিয়ে মিড অনে ধরা পড়েন সেইফার্ট। এর এক ওভার পর (সপ্তম) অ্যালেনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন জাহানদাদ খান।

অষ্টম ও নবম ওভারে মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশামের উইকেট হারায় কিউইরা। খুশদিল শাহের শর্ট লেংথের আর্ম ডেলিভারিটি স্কয়ার লেগে খেলতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন এক রান করা চ্যাপম্যান।
এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম
২১ ঘন্টা আগে
এরপর হারিস রউফের শর্ট পিচ ডেলিভারিতে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন নিশাম। তার ব্যাটে আসে চার বলে পাঁচ রান। এরপর ১৪ বলে ১৪ রান করা ড্যারিল মিচেলকেও বিদায় করেন হারিস।
তাকে কভারে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মিচেল, নিচু হয়ে সেটি উফে নেন শাদাব খান। নিউজিল্যান্ডের হয়ে বাকি কাজটা সারেন মিচেল হে ( ১৬ বলে ২১* রান)। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল দুই বলে পাঁচ রানে অপরাজিত থাকেন।
এর আগে পাকিস্তানের হয়ে নতুন অধিনায়ক সালমান আঘা খেলেছিলেন ২৮ বলে ৪৬ রানের ইনিংস। বেন সিয়ার্সের শর্ট পিচ বলটি খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন তিনি। এ ছাড়া শাদাব খান ১৪ বলে ২৬ আর শাহিন শাহ আফ্রিদি করেন ১৪ বলে ২২।
এ দিন ওপেনার হাসান নওয়াজ আউট হয়েছিলেন শূন্য রানে। অভিষেকের পর প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার বিরল নজিরও গড়েন তিনি। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি, সিয়ার্স, নিশাম এবং ইশ সোধি দুটি করে উইকেট নেন।