সুযোগ কাজে লাগাতে না পেরে বাদ পড়ায় ‘বিধ্বস্ত’ ম্যাকসুয়েনি
ছবি: টেস্ট দল থেকে বাদ পড়ে হতাশ নাথান ম্যাকসুয়েনি
ডেভিড ওয়ার্নারের জায়গায় মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রাফট, ম্যাট রেনশদের মাঝে কে ওপেন করবেন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো সবশেষ কয়েক মাসে। তবে স্টিথ স্মিথের ইচ্ছে থাকায় সবাইকে বাদ রেখে তারকা এই ব্যাটারকে উসমান খাওয়াজার সঙ্গে ইনিংসের শুরুতে নামিয়ে দেয়া হয়। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বেশিরভাগ সাবেক ক্রিকেটারের চাওয়া ছিল আবারও চারে ফেরানো হোক স্মিথকে।
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তন
১৬ জানুয়ারি ২৫ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হয়েছেও তাই। স্মিথ নিজের পুরনো জায়গায় ফিরলেও হ্যারিস, ব্যানক্রাফট ও রেনশদের কেউ পাননি। আলোচনায় থাকা ম্যাকসুয়েনি প্রথমবার ডেকে নেয়া হয় অস্ট্রেলিয়ার টেস্ট দলে। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ৩৮.১৬ গড়ে রান করা ম্যাকসুয়েনির অবশ্য ওপেন করার অভিজ্ঞতা ছিল না।
তবুও খাওয়াজার সামনে বুমরাহ-মোহাম্মদ সিরাজদের সামলানোর চ্যালেঞ্জে নামিয়ে দেয়া তাকে। অভিজ্ঞতা না থাকায় যাওয়ার কথা ছিল তাই হয়েছে। অ্যাডিলেডে ৩৯ রানের ইনিংস খেলা ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। কারণ বাকি পাঁচ ম্যাচেই ০-১০ রানের মাঝে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ম্যাকসুয়েনি। যেখানে চারবারই আউট হয়েছেন বুমরাহর বলে।
এমন পারফরম্যান্সে তাই শেষ দুই টেস্টের দল থেকে জায়গা হারিয়েছেন। তাঁর বদলি হিসেবে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। এদিকে দল থেকে বাদ পড়ে ব্রিসবেন থেকে অ্যাডিলেডে উড়াল দিয়েছেন ম্যাকসুয়েনি। অ্যাডিলেডে ফেরার আগে চ্যানেলে সেভেনের সঙ্গে নিজের হতাশা ও ভেঙে পড়ার কথা শুনিয়েছেন অজি এই ব্যাটার।
ম্যাকসুয়েনি বলেন, ‘হ্যাঁ, আমি বিধ্বস্ত হয়েছি। আমি আমার স্বপ্নটা সত্যি করতে পেরেছি এবং তারপর যেভাবে আমি করতে চেয়েছিলাম সেভাবে কাজ করেনি। কিন্তু এটা সবকিছুর অংশ (জীবনের) এবং আমি আমার মাথা নিচু করে আবার নেটে ফিরব, কঠোর পরিশ্রম করব এবং আশা করি পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকব।’
‘আমরা এমন একটা খেলায় আছি আপনি যদি সুুযোগ না নেন এবং যেভাবে পারফর্ম করতে চান সেভাবে যদি করতে না পারেন আপনার জায়গা কখনই নিরাপদ নয়। ব্যাট হাতে আমি বেশ কয়েকটা সুযোগ হাতছাড়াকরেছি এবং দুর্ভাগ্যবশত আমি আমার সুযোগগুলো নিতে পারিনি। যেমনটা আমি বললাম আমি এটা নিশ্চিত করার জন্য কাজ করব আবার যদি সুযোগ আসে তাহলে আমি অবশ্যই প্রস্তুত।’