কেউ যেন না বলে চেষ্টাই করিনি: তাসকিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিয়ারের শুরুতেই তারকা খ্যাতি পেয়েছিলেন তাসকিন আহমেদ। ২০১৪ সালে অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ইনজুরি আর ফর্মহীনতায় ছন্দপতন ঘতে তাঁর। এর ফলে জাতীয় দলেও অনিয়মিত হয়ে পড়েন তিনি।
তাসকিন জানিয়েছেন, আবারও জাতীয় দলে জায়গা পাকা করতে চান তিনি। বাংলানিউজ২৪ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তাসকিন জানিয়েছেন, ফিটনেস নিয়ে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমি মূলত আমার সামর্থ্য আরও বৃদ্ধি করতেই বালুতে অনুশীলন করছি। ফিটনেস আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু এখনো আরও অনেক কাজ করার বাকি আছে। চেষ্টা করছি সবসময় নিজের সেরাটি যাতে দিতে পারি। বাংলাদেশের হয়ে আবার সুযোগ পেলে সেরাটা দিয়ে দলে জায়গা যাতে ঠিক করতে পারি ও দেশকে কিছু দিতে পারি এটাই এখন লক্ষ্য।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তাসকিন। রাজধানীর বসিলায় তপ্ত বালুতে কোমরে টায়ার বেঁধে দৌড়ানো এবং বাসার গ্যারেজে বোলিং অনুশীলনের ভিডিও দিয়ে নিজের প্রস্তিতির কথা প্রায়ই ভক্তদের জানান তাসকিন। তাঁর লক্ষ্য দেশে ক্রিকেট ফেরার আগেই নিজেকে প্রস্তুত করা।
তাসকিনের ভাষ্য, ‘করোনার সময় যাতে সুস্থ থাকি, ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত আমি সেই চেষ্টা চালিয়ে যাব। কারণ বলে-কয়ে কখনো কেউ ভালো খেলতে পারে না। কিন্তু নিজের ফিটনেস ঠিক রাখার ব্যাপারটা নিজের কাছেই। মাঠে খেলায় ফিরলে প্রথম ম্যাচেই আমি খারাপ করতে পারি, এটা হতে পারে। কিন্তু ফিটনেস উন্নতি করার বিষয়টা আমার হাতে আছে। আমি সত্যিই অনেক চেষ্টা করছি। যেন কেউ কখনো বলতে না পারে তাসকিন চেষ্টাই করেনি।’