promotional_ad

মাঠে ফিরছে শ্রীলঙ্কার ক্রিকেট

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে চার মাস বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। অবশেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেট ফেরাতে যাচ্ছে শ্রীলঙ্কা।


আগামী মঙ্গলবার থেকে দেশটিতে দর্শকশূন্য মাঠে শুরু হবে আন্তঃক্লাব টি-টোয়েন্টি আসর। বুধবার একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।


promotional_ad

এর মধ্যে দিয়েই শেষ হবে শ্রীলঙ্কার ক্রিকেটের চার মাসের বিরতি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় সংক্রমণের হার সবচেয়ে কম শ্রীলঙ্কাতেই। বুধবার (৮ জুলাই) পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন কেবল ২ হাজার ৮৪ জন।


পরিস্থিতি অনুকূলে থাকায় দেশটির সরকার লকডাউন ও কারফিউ তুলে নিয়েছে। এর প্রেক্ষিতে ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। তবে ক্রিকেট ফিরলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।


এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, ক্রিকেটার ও অফিসিয়ালদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি আসরটি।


করোনাভাইরাসের প্রভাবে গত মার্চে এই টুর্নামেন্টটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। এবার টুর্নামেন্টটি আবারও মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে তারা। গত মাসে দুটি আবাসিক ক্যাম্পের আয়োজন করেছিল এসএলসি।


সেখানে লঙ্কান জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করার ও প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তাই এই টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি হবে না বলে বিশ্বাস লঙ্কান ক্রিকেট বোর্ডের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball