বিশ্বকাপ স্থগিতের জন্য চাপ দেবে না বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তাব দিয়েছে অনেকে। তবে বিশ্বকাপের স্থগিতের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চাপ দেবে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
যদিও বিশ্বকাপ আয়োজন না হলে তারা আইপিএল আয়োজনের চেষ্টা চালাবে। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। তবে তারা কোনো কিছুর সুপারিশ করবে না।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই কেন বিশ্বকাপ স্থগিত করার জন্য চাপ দেবে? আমরা সভায় এটা নিয়ে আলোচনা করব। এরপর যেটা সঠিক মনে হবে, (আইসিসি) সেই সিদ্ধান্ত গ্রহণ করবে (বিশ্বকাপ আয়োজন বা স্থগিত করার)। যদি অস্ট্রেলিয়ার সরকার ঘোষণা করে যে, প্রতিযোগিতাটি হবে এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যদি আত্মবিশ্বাসী থাকে যে, তারা বিশ্বকাপ আয়োজন করতে পারবে, তবে এটা তাদের সিদ্ধান্ত। বিসিসিআই কোনোকিছুর সুপারিশ করবে না।’
আগামী ১৮ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সূচি রয়েছে। কিন্তু করোনাভাইরাসের ফলে নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেকটাই শঙ্কা তৈরি হয়েছে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বকাপের আয়োজন অস্ট্রেলিয়া।
আগামী ২৮ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে যদি বিশ্বকাপ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয় তবেই বিসিসিআই আইপিএল নিয়ে ভাববে।
এ প্রসঙ্গে অরুণ ধুমাল বলেন, ‘যদি সময়টা (অক্টোবর-নভেম্বর) ফাঁকা থাকে এবং কী কী আয়োজন করা যায় তার উপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব (আইপিএল আয়োজনের)। বিশ্বকাপ হচ্ছে না ধরে নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলার কোনো অর্থ নেই।’