সরফরাজের পাশে দাঁড়ালেন ইমরান খান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগেই পাকিস্তানের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছে সরফরাজ আহমেদের কাছ থেকে। চলতি অস্ট্রেলিয়ার সফরের টেস্ট এবং টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন তিনি।
এমন অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানে বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মনে করেন, টি-টোয়েন্টি দিয়ে কোনো ক্রিকেটারের পারফরম্যান্স এবং ফর্ম বিচার করা উচিত নয়। টেস্ট এবং ওয়ানডে পারফরম্যান্সের মাপকাটি হওয়া উচিত।

এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘আমার মনে হয়, টি-২০ ক্রিকেটের মাধ্যমে কোনও ক্রিকেটারের পারফরম্যান্স ও ফর্ম বিচার করা উচিত নয়। টেস্ট ও একদিনের ক্রিকেটের পারফরম্যান্সই মাপকাঠি হওয়া উচিত। সরফরাজ জাতীয় দলে ফিরতেই পারে। ওর ঘরোয়া ক্রিকেটে মন দেওয়া উচিত।’
বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর থেকেই সমালোচিত হচ্ছিলেন সরফরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাঁর ওপর আস্থা হারায়। এর ফলে কেড়ে নেয়া হয় অধিনায়কত্ব।
সরফরাজের অধিনায়কত্ব কেড়ে নেয়ার পেছনে বড় অবদান আছে প্রধান নির্বাচক এবং প্রধান কোচের দায়িত্বে থাকা মিসবাহ উল হকের। ইমরান মনে করেন মিসবাহকে এই দায়িত্ব দেয়া ছিল গঠমূলক পদক্ষেপ। যেভাবে দল সাজাচ্ছেন পাকিস্তানের এই কোচ তাতে টেস্ট এবং টি-টোয়েন্টিতে দ্রুতই ঘুরে দাঁড়াবে পাকিস্তান এমনটাই বিশ্বাস পাকিস্তানের প্রধানমন্ত্রীর।
ইমরান বলেছেন, ‘মিসবাহকে এই দায়িত্ব দেওয়া গঠনমূলক পদক্ষেপ। ও সৎ এবং পক্ষপাতহীন ব্যক্তি। ওর প্রচুর অভিজ্ঞতাও আছে। আমার আশা, টেস্ট ও একদিনের ক্রিকেটে পাকিস্তানের পারফরম্যান্সের উন্নতিতে সাহায্য করবে মিসবাহ।’