promotional_ad

ধোনির সামর্থ্যে পুরোপুরি বিশ্বাস ছিল না ব্যাঙ্গালোরের!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি যতগুলো আসর খেলেছে, সবগুলোতেই অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই এভাবে চলে আসছে। আইপিএলের প্রথম আসরের নিলামে অবশ্য ধোনিকে কেনার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। যদিও সেই নিলামে ধোনির পেছনে শুরুতে আগ্রহ দেখালেও পরে আর কেনেনি ব্যাঙ্গালোর।


লম্বা সময় পর সেই ঘটনা জানিয়েছেন ব্যাঙ্গালোরের তখনকার প্রধান নির্বাহী চারু শর্মা। ইএসপিএন ক্রিকইনফোকে চারু শর্মা বলেন, ‘চেন্নাইয়ের ১৫ লাখ ডলারে ধোনিকে কেনার অপর পাশটাও ভাবুন। যদি ধোনি ব্যর্থ হতো? আমরা শুরুতেই বুঝতে পারছিলাম, যেভাবে নিলাম চলছে, তাতে আমরা হয়তো আর কিনতে পারব না।


promotional_ad

এটা তো আর একজনের খেলা না, দলীয় সাফল্যের ব্যাপার। ধরুন ধোনি কয়েক ম্যাচে শূন্য রানে আউট হয়ে গেল, তখন কী হবে? চেন্নাইয়ের সমর্থকরা তো জিজ্ঞেস করতোই যে বিপরীতে তারা কী পেলো।’


২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান ধোনি। এরপর আইপিএল নিলামে ধোনির কদর অনেকগুণ বেড়ে যায়। সেই আসরে সর্বোচ্চ ১৫ লাখ ডলারের বিনিময়ে তাকে দলে ভেড়ায় চেন্নাই।


ব্যাঙ্গালোরের সংশয় থাকলেও নিজের সামর্থ্য ভালোভাবেই প্রমাণ করেছেন ধোনি। আইপিএল শিরোপা জিতেছেন ২০১০, ২০১১ ও ২০১৮ সালে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও ২০১০ ও ২০১৪ সালের আসরের শিরোপা জিতেছেন তিনি।


আইপিএল ইতিহাসে একশ ম্যাচের বেশি জয় পাওয়া একমাত্র অধিনায়ক ধোনি। তার নেতৃত্বে ১৭৪ ম্যাচের মধ্যে ১০৪টিতে জিতেছে চেন্নাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball