সহসাই আইপিএলের সম্ভাবনা দেখছেন না গাঙ্গুলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাব বেশ বাজেভাবেই পড়েছে ভারতের ক্রিকেটে। বেশ কিছু সিরিজ হয়ে গিয়েছে বাতিল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরটি।
করোনা বিশ্বে আঘাত না হানলে এতোদিনে শুরু হয়ে যেত ভারতের ঘরোয়া ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় এবং সবচেয়ে বড় এই আসরটি। ২৯ মার্চ শুরু হবার কথা থাকলেও তা পিছিয়ে নেয়া হয় ১৫ এপ্রিলে। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়।

ক্রিকেট মাঠে খেলোয়াড়দের আনাগোনা না থাকলেও মাঠে ঠিকই ফিরেছে ফুটবল। ফুটবল ফিরতে পারলে ক্রিকেট কেন পারবে না ফিরতে? সাংবাদিকদের করা এই প্রশ্ন সরাসরি উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন খুব শীঘ্রই আইপিএল শুরুর সম্ভাবনা নেই। কেননা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলার অধিকার নেই কারোর।
গাঙ্গুলি বলেন, ‘জার্মানি ও ভারতের সামাজিক বাস্তবতা পুরোপুরি ভিন্ন। নিকট ভবিষ্যতে ভারতে কোন ক্রিকেট হবে। এখানেও অনেক যদি জড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা, যেখানে মানুষের জীবনের ঝুঁকি রয়েছে সেখানে আমি খেলার কথা ভাবতেও পারি না।’
তাঁর সঙ্গে একই সুরে গান গেয়েছেন স্পিনার হরভজন সিংও। তিনি বলেন, ‘যখন আইপিএলের দলগুলো এক শহর থেকে আরেক শহরে যায়, তখন বিমানবন্দর, হোটেল এবং মাঠের বাইরে অনেক মানুষের ভিড় থাকে। আপনি এদের আটকাবেন কীভাবে? কোভিড-১৯ এর ভ্যাকসিন আসার আগে ক্রিকেটের কথা চিন্তাও করা উচিৎ নয়।’