promotional_ad

চট্টগ্রামের প্রতিশোধের মিশন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৩তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টায়।


চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো খুলনা এবং চট্টগ্রাম একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রথম দেখায় শক্তিশালী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছিল মুশফিকুর রহিমের খুলনা।


এবার সেই হারের বদলা নেয়ার সুযোগ রয়েছে চট্টগ্রামের। দলটির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। সিলেট পর্বে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। একই চোটে ভুগছেন দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস।



promotional_ad

এর ফলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তাঁর খেলা হয়নি। খুলনার বিপক্ষে তাঁর মাঠে ফেরার কথা রয়েছে। তিনি ফিরলে চট্টগ্রামকে এই ম্যাচে তাকেই নেতৃত্ব দিতে দেখা যাবে। 


৯ ম্যাচ খেলে ৬ জয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ৪ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই এই ম্যাচে।


চলতি বিপিএলে রানের ফোয়ারা বইছে চট্টগ্রামের ব্যাটসম্যান ইমরুলের ব্যাটে। তিনি ৮ ম্যাচে ২৮৯ রান করেছেন। এ ছাড়া চ্যাডউইক ওয়ালটন ৯ ম্যাচে ২৭৪ রান করেছেন। বল হাতে ছন্দে আছেন মেহেদী হাসান রানা এবং রুবেল হোসেন।


রানা ১৪ উইকেট শিকার করে এখন পর্যন্ত এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। রুবেলের দখলে রয়েছে ১০টি উইকেট। এদিকে, খুলনার ব্যাটিং ভরসা রাইলি রুশো এবং অধিনায়ক মুশফিকুর।



৪ ম্যাচ খেলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের রান ২৮০। সমান ম্যাচ খেলে ২৯২ রান রুশোর। চট্টগ্রামের পেসার শহিদুল ১২ উইকেট নিয়েছেন। এ ছাড়া রবি ফ্রাইলিঙ্ক নিয়েছেন ৮টি উইকেট। চট্টগ্রামের বিপক্ষে জয় পেতে তাদেরই কাউকে দলের হাল ধরতে হবে।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফারনান্দো (শ্রীলঙ্কা), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), মুসা খান (পাকিস্তান) ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।


খুলনা টাইগার্সঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আমির ইয়ামিন ও হাশিম আমলা ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball