রান তাড়ায় ধুঁকছে খুলনা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ৪৮/৪, ওভার- ৯
মুশফিক ৫*, নাজিবুল্লাহ ১*; হাসান ২/৫, সাদাব ১/৬

ঢাকা প্লাটুনঃ ২০ ওভারে ১৭২/৪ (আসিফ ৩৯*, মুমিনুল ৩৮; আমির ২/২৭, বিপ্লব ১/১৫)।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৭২ রান করেছেন ঢাকা প্লাটুন। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছে মুশফিকুর রহিমের দল।
ব্যাটিং বিপর্যয়ে খুলনাঃ পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে চালকের আসনে ঢাকা প্লাটুন। রান তাড়ায় ব্যাটিং অর্ডারে ধস নেমেছে দলটির। ৯ ওভারে ব্যাটিং করে ৪৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা।
মেহেদী হাসান মিরাজ এবং আমিনুল ইসলাম বিপ্লবকে দিয়ে ইনিংস শুরু করেছিল খুলনা। কিন্তু দলকে ভালো শুরু এনে দিতে পারেননি এই দুই ওপেনার। মাশরাফি বিন মুর্তজার বলে মাত্র ৪ রানেই সাজঘরে ফিরেছেন বিপ্লব। মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁকে ১৫ রানে বোল্ড করে ফেরান তরুণ পেসার হাসান মাহমুদ।
শামসুর রহমানকে উইকেটে থাকতে দেননি সাদাব খান। ৩ রানে ডানহাতি এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন এই লেগ স্পিনার। অভিজ্ঞ ব্যাটসম্যান রাইলি রুশোকে দলের হাল ধরার সুযোগ দেননি হাসান মাহমুদ। ১৩ বলে ১৮ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যানকে উইকেটরক্ষক বিজয়ের হাতে ক্যাচ বানান এই পেসার।
উইকেটে আছেন মুশফিকুর রহিম এবং নাজিবুল্লাহ জাদরান।