একটি জয়ের খোঁজে সিলেট

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বঙ্গবন্ধু বিপিএলে ৪ ম্যাচের সবকয়টিতে পরাজিত হয়েছে সিলেট থান্ডার। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন দলটি রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে। একটি জয়ের জন্য বেশ মরিয়া হয়েই আছে সিলেট। শনিবার (২১ ডিসেম্বর) তাঁরা খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। বঙ্গবন্ধু বিপিএলে ৩টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। সিলেটের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য থাকবে দলটির। নিজেদের প্রথম ম্যাচে তাঁরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছিল।
দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসকে তাঁরা হারায় ৫ উইকেটের ব্যবধানে। তৃতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে তাদের জয় ৮ উইকেটের ব্যবধানে। তিনটি জয়েই নিজেদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে খুলনা।

সিলেটের বিপক্ষে ম্যাচেও ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবে দলটি। ব্যাটিংয়ে দলটির মূল ভরসা অধিনায়ক মুশফিক। এ ছাড়া সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তরা দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের ভূমিকায় থাকবেন।
বিদেশিদের মধ্যে রাইলি রুশো এবং রহমতউল্লাহ গুরবাজ রানের মধ্যে আছেন। তাদের উপরই ভরসা রাখবে খুলনা। সিলেটের শক্তির মূল জায়গা পেস বোলিং। দেশি নাঈম হাসান, এবাদত হোসেনদের সঙ্গে আছেন বিদেশি শেলডন কটরেল এবং ক্রিসমার সান্টোকি। অধরা জয়ের দেখা পেতে তাদের দিকেই তাকিয়ে থাকবে দলটি।
খুলনা টাইগার্স স্কোয়াডঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহীদুল ইসলাম, আলিস আল ইসলাম ও তানভীর ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।
সিলেট থান্ডার স্কোয়াডঃ
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাইম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুবেল মিয়া, এবাদত হোসেন, শিরফানে রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জীবন মেন্ডিস, শেল্ডন কটরেল, মোহাম্মদ সামি, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার এবং ক্রিসমার সান্টোকি।