দিনের সেরাঃ মাহমুদউল্লাহ রিয়াদ
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন ল্যান্ডেল সিমন্স এবং আভিষ্কা ফার্নান্দো। সেই ধারা অব্যাহত রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ-ইমরুল কায়েসরা। বিশেষ করে অধিনায়ক মাহমুদউল্লাহর ২৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে ২২১ রানের পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ব্যক্তিগত ৭ রানে থাকতে হ্যামস্ট্রিংয়ের পুরনো চোট আবারও মাথা চাড়া দিয়ে উঠে মাহমুদউল্লাহর। এরপর খুড়িয়ে খুড়িয়ে পুরো ইনিংস ব্যাটিং করেছেন তিনি। এই চোট নিয়েই এক রান-দুই রান নিয়েছেন মাহমুদউল্লাহ।

সেই সঙ্গে বাহারি সব শটে মাত্র ২৪ বলেই তিনি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর আরও চার বল খেলে ৯ রান যোগ করে আউট হন তিনি। মাহমুদউল্লাহর ইনিংসটি সাজানো ছিল ৪টি ছয় এবং ৫টি চারে।
এর মধ্যে ঢাকা প্লাটুনের পেসার সালাউদ্দিন সাকিলের একটি ডেলিভারি গ্যালারিতে আছড়ে ফেলেছিলেন মাহমুদউল্লাহ। ব্রডকাস্টারদের হিসেবে সেই ছক্কা ছিল ১১৩ মিটার লম্বা। যা এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করতে পারেননি তিনি। এই চোটের কারণেই বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। তাই ঝুঁকি মুক্ত থাকতেই হয়তো ফিল্ডিং করেননি তিনি।