ঝড়ো হাফ সেঞ্চুরি করা শেহজাদকে ফেরালেন সানজামুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে রংপুর রেঞ্জার্স।
ঝড়ো হাফ সেঞ্চুরি করা শেহজাদকে ফেরালেন সানজামুলঃ

ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রংপুরের আফগান রিক্রুট আহমেদ শেহজাদ। আরেক ওপেনার নাঈম শেখকে (৮) রানআউট করেছেন সাব্বির রহমান।
নবম ওভারের প্রথম বলে সানজামুল ইসলামের বলে কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকাকে ক্যাচ দিয়ে ফিরে যান শেহজাদ। যাওয়ার আগে করেন সাতটি চার ও চারটি ছক্কায় ২৭ বলে ৬১ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ৮৬/২ (৮.১ ওভার)
(অ্যাবল ১৫*)
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশঃ ভানুকা রাজাপাকশে, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, মুজিব উর রহমান ও আল আমিন হোসেন।
রংপুর রেঞ্জার্স একাদশঃ মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), নাঈম শেখ, টম অ্যাবল, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ নবি (অধিনায়ক), লুইস গ্রেগরি, আল আমিন জুনিয়র, নাদিফ চৌধুরী, আরাফাত সানি, মনিরুল ইসলাম মুগ্ধ ও মুস্তাফিজুর রহমান।