টস জিতলেন মোহাম্মদ নবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবি।

বিপিএলের এবারের আসরে এর আগে মুখোমুখি হয়েছে রংপুর এবং কুমিল্লা। সেই ম্যাচে ১০৫ রানের বিশাল ব্যবধানে রংপুরকে হারায় কুমিল্লা। আজকের ম্যাচটি তাই রংপুরের সামনে প্রতিশোধের ম্যাচ।
কুমিল্লা ওয়ারিয়র্স স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক, শ্রীলঙ্কা), সৌম্য সরকার, আল আমিন হোসেন সিনি., ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন অনি, ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), মুজিব উর রহমান (আফগানিস্তান) ও ডেভিড মালান (ইংল্যান্ড)।
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ মোহাম্মদ নবি (অধিনায়ক, আফগানিস্তান), মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড) , টম অ্যাবল (ইংল্যান্ড), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান) ও জুনায়েদ খান (পাকিস্তান)।