ভুল বোঝাবুঝিতে ফিরলেন সিমন্স

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ৮৫/৬, ওভার- ১৩.৪
সোহান ১১*, উইলিয়ামস ০*; সান্টোকি ৩/১০
সিলেট থান্ডারঃ ২০ ওভারে ১২৯/৮ (ফ্লেচার ৩৮, মোসাদ্দেক ৩০; মেহেদী ৪/২৩, রুবেল ২/২৮)।
রানআউট হয়ে ফিরলেন সিমন্সঃ দলের বিপর্যয়ে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার লেন্ডল সিমন্স। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরতে হয়েছে তাঁকে।

৩৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফিরেছেন ডানহাতি ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। যেখানে ৩টি চারে এবং ৩টি ছক্কা মেরেছেন তিনি। তাঁর বিদায়ে বিপদে পড়েছে চট্টগ্রাম।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামা মুক্তার আলীও ফিরেছেন রানের খাতা খোলার আগেই। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। উইকেটে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। মুক্তারের বিদায়ের পর উইকেটে নামেন কেসরিক উইলিয়ামস। জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ৪২ বলে ৪৬ রান।
ফিরলেন চট্টগ্রাম অধিনায়কঃ স্বল্প রানের ম্যাচে ধস নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটিং লাইন আপে। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে দলটি। ৭ বলে ৬ রান করা ইমরুল কায়েসের বিদায়ের পর এবার ফিরে গেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
সান্টোকির বলে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল। এরপর ব্যাটিংয়ে নেমে তরুণ পেসার এবাদত হোসেনের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরান ৩ বলে ২ রান করা মাহমুদউল্লাহ।
একপ্রান্ত আগলে ধরে ১৪ বলে ১৯ রান করে উইকেটে আছেন লেন্ডল সিমন্স। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন চ্যাডউইক উইলিয়ামস।
ফ্লাড লাইটের আলোর জন্য খেলা বন্ধঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা বন্ধ। ফ্লাড লাইটের আলোর সমস্যার জন্য ইনিংসের তৃতীয় ওভার চলাকালে প্রায় ১২ মিনিটের জন্য খেলা বন্ধ ছিল। এরপর সমস্যা সমাধান হলে আবারো খেলা মাঠে গড়ায়।
শুরুতেই উইকেট হারাল চট্টগ্রামঃ ১৩০ রানের স্বল্প লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনিংসের প্রথম বল ছক্কা দিয়ে শুরু করেছিলেন ওপেনার লেন্ডল সিমন্স।
নাজমুল ইসলাম অপুর করা প্রথম ওভারে ৮ রান নেয় চট্টগ্রাম। দ্বিতীয় ওভার করতে আসা সিলেট থান্ডারের পেসার ক্রিশমার সান্টোকিকে প্রথম বলে চার মেরে শুভ সূচনা করেন আরেক ওপেনার আভিস্কা ফার্নান্ডো। কিন্তু ওভারের তৃতীয় বলে আভিস্কাকে সরাসরি বোল্ড করে ফেরান সান্টোকি।
১.৩ ওভার শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ১২ রান, এক উইকেটের বিনিময়ে।
এর আগে প্রথম ইনিংসে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে সিলেট থান্ডার। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আন্দ্রে ফ্লেচার।