দ্বিতীয় ওভারেই চট্টগ্রাম শিবিরে সান্টোকির হানা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১২/১, ওভার- ১.৩
সিমন্স ৭*, ইমরুল ০*; সান্টোকি ১/৪

সিলেট থান্ডারঃ ২০ ওভারে ১২৯/৮ (ফ্লেচার ৩৮, মোসাদ্দেক ৩০; মেহেদী ৪/২৩, রুবেল ২/২৮)।
শুরুতেই উইকেট হারাল চট্টগ্রামঃ ১৩০ রানের স্বল্প লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনিংসের প্রথম বল ছক্কা দিয়ে শুরু করেছিলেন ওপেনার লেন্ডল সিমন্স।
নাজমুল ইসলাম অপুর করা প্রথম ওভারে ৮ রান নেয় চট্টগ্রাম। দ্বিতীয় ওভার করতে আসা সিলেট থান্ডারের পেসার ক্রিশমার সান্টোকিকে প্রথম বলে চার মেরে শুভ সূচনা করেন আরেক ওপেনার আভিস্কা ফার্নান্ডো। কিন্তু ওভারের তৃতীয় বলে আভিস্কাকে সরাসরি বোল্ড করে ফেরান সান্টোকি।
১.৩ ওভার শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ১২ রান, এক উইকেটের বিনিময়ে।
এর আগে প্রথম ইনিংসে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে সিলেট থান্ডার। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আন্দ্রে ফ্লেচার।