promotional_ad

মালিকের ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর বিশাল পুঁজি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বিপিএলের নয় নম্বর ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন শোয়েব মালিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ৫০ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন রাজশাহী রয়্যালসের এই পাকিস্তানি তারকা। যেখানে ৪টি ছক্কা এবং ৮টি চার মারেন তিনি।


মালিকের বিস্ফোরক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের বিশাল পুঁজি পেয়েছে রাজশাহী। এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মালিক ছাড়াও দুর্দান্ত খেলেছেন দলটির ইংলিশ রিক্রুট রবি বোপারা। তাঁর ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪০ রান। 


২টি ছক্কা এবং ২টি চারের সাহায্যে এই ইনিংস সাজান তিনি। খুলনার হয়ে ৩৬ রান খরচায় ২টি উইকেট শিকার করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। আর একটি করে উইকেট নেন রবি ফ্রাইলিঙ্ক এবং শহীদুল ইসলাম। 



promotional_ad

ম্যাচটির শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। এরপর খেলতে নেমে মাত্র ২৬ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে আন্দ্রে রাসেলদের রাজশাহী। 


সেখান থেকে তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন শোয়েব মালিক এবং আফিফ হোসেন ধ্রুব। ৬৬ রানের মাথায় আফিফকে শফিউল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে জুটি ভাঙ্গেন পেসার শহীদুল।


১৭ বলে ১৯ রান করে আফিফ বিদায় নিলে চতুর্থ উইকেটে রবি বোপারাকে সঙ্গে নিয়ে ১০৬ রানের বড় জুটি গড়েন মালিক। ১৯তম ওভারে বোলিংয়ে এসে নাজমুল হোসেন শান্তর হাতে মালিককে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তারই স্বদেশী মোহাম্মদ আমির। পরবর্তীতে আন্দ্রে রাসেল এবং বোপারার ব্যাটে আর উইকেট না হারিয়ে ইনিংস শেষ করে রাজশাহী। 


সংক্ষিপ্ত স্কোরঃ 



রাজশাহী রয়্যালসঃ ১৮৯/৪ (২০ ওভার) (মালিক ৮৭*, বোপারা ৪০*; আমির ২/৩৬, ফ্রাইলিঙ্ক ১/২৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball