শীর্ষে ইমরুল-পেরেরা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব শেষ হয়েছে। ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ রান তালিকার শীর্ষে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস এবং সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন ঢাকা প্লাটুনের থিসারা পেরারা।
সর্বোচ্চ রান তালিকার শীর্ষে ইমরুলের সঙ্গে যৌথভাবে আছেন চট্টগ্রামের আরেক ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন। দুজনই এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন।

একটি করে হাফ সেঞ্চুরিসহ দুজনই ৫৮.৫০ গড়ে ১১৭ রান করেছেন। এই তালিকায় তারপরে আছেন সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন। তিন ইনিংসে ৫৬ গড়ে ১১২ রান করেছেন তিনি।
তিন ইনিংসে ১৩.৪০ গড়ে পাঁচ উইকেট নিয়েছেন ঢাকা প্লাটুনের অলরাউন্ডার থিসারা পেরেরা। তালিকার দুই এবং তিন নম্বরে থাকা সৌম্য সরকার এবং লুইস গ্রেগরি- দুজনই চারটি করে উইকেট নিয়েছেন।
এই দুজনই খেলেছেন দুটি করে ম্যাচ। কুমিল্লা ওয়ারিয়র্সের অলরাউন্ডার সৌম্যের গড় ১২.৭৫, রংপুর রেঞ্জার্সের গ্রেগরির গড় ১৩।