মাহমুদের অভিষেক উইকেটের পর পেরেরার খরুচে ওভার
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ৩৫/১, ওভার- ৩
রনি ৬*, চার্লস ১৮*; হাসান মাহমুদ ১/৫

ঢাকা প্লাটুনঃ ২০ ওভারে ১৮২/৪ (এনামুল ৬২, তামিম ৩১, মোসাদ্দেক ১/১৬, দেলোয়ার ১/২৮)।
বিধ্বংসী ফ্লেচারকে ফেরালেন মাহমুদঃ ইনিংসের প্রথম ওভার করতে আসা মাশরাফি বিন মুর্তজাকে ১ চার এবং ১ ছক্কায় ১২ রান তুলে নেন সিলেট থান্ডারের ওপেনার আন্দ্রে ফ্লেচার। শুরুতেই বিধ্বংসী রূপ দেখানো ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই ব্যাটসম্যানকে ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট করে ফেরান তরুণ পেসার হাসান মাহমুদ।
শর্ট বলে ডানহাতি ফ্লেচারকে পরাস্ত করে মিড অনে থাকা জাকের আলীর হাতে ক্যাচ বানান মাহমুদ। ৫ রান দিয়ে ওভার শেষ করেন তিনি। কিন্তু পরের ওভারে থিসারা পেরেরার বিপক্ষে ১৮ রান তুলে নেন তিনে নামা আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান জনসন চার্লস। তিন চার , এক ছক্কা হাঁকান তিনি।