তামিম-এনামুলে ঢাকার শুভ সূচনা
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ৪৪/০, ওভার- ৬

তামিম ১১*, এনামুল ৩৩*; নাঈম ২৪/০, সান্টোকি ২০/০
তামিম-এনামুলে দারুণ ব্যাটিংঃ টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছেন ঢাকা প্লাটুনের দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। সিলেট থান্ডারের বোলারদের দেখেশুনে খেলে যাচ্ছেন তাঁরা দুইজন। তাঁদের ব্যাটিংয়ে উইকেট শূন্য পাওয়ার প্লে পার করেছে ঢাকা।
এনামুল আগ্রাসী ব্যাটিং করলেও সম্পূর্ণ বিপরীত তামিম। এনামুলের সংগ্রহ ২১ বলে ৩৩ এবং তামিমের ১৫ বলে ১১। ৬ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৪৪ রান।
ঢাকা প্লাটুন একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, জাকির আলী, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ ও সাদাব খান।
সিলেট থান্ডার একাদশঃ জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, দেলোয়ার হোসেন, নাঈম হাসান, শফিকুল্লাহ শফিক, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম অপু