আফ্রিদিকে ছাড়া একাদশ সাজিয়েছে ঢাকা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট থান্ডারের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে ঢাকা প্লাটুন। ম্যাচটির একাদশে তিন পরিবর্তন এনেছে সিলেট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
শ্রীলঙ্কার জীবন মেন্ডিস, আফগানিস্তানের নাভিন উল হক এবং স্থানীয় নাজমুল ইসলাম মিলনকে একাদশের বাইরে রেখেছে সিলেট। তাঁদের পরিবর্তে একাদশে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার আন্দ্রে ফ্লেচার, আফগানিস্তানের শফিকুল্লাহ শফিক এবং বাংলাদেশের তরুণ ক্রিকেটার দেলোয়ার হোসেনকে রেখেছে দলটি।

ঢাকা তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে বসিয়ে পাকিস্তানের সাদাব খানকে একাদশে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া শুভাগত হোমকে বসিয়ে অলরাউন্ডার আরিফুল হককে একাদশে নিয়েছে তারা।
ম্যাচটি সিলেটের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করছে। কারণ বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে দলটি। একটিতেও জয়ের দেখা পায়নি মোসাদ্দেকের দল। একটি জয়ের অপেক্ষায় আছে তারা, রাজশাহী রয়্যালসে বিপক্ষে শুক্রবার ম্যাচ শেষে জানিয়েছিলেন দলটির তরুণ অফ স্পিনার নাঈম হাসান।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে হারা ঢাকা দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে মাশরাফির দলটি।
ঢাকা প্লাটুন একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, জাকির আলী, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ ও সাদাব খান।
সিলেট থান্ডার একাদশঃ জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, দেলোয়ার হোসেন, নাঈম হাসান, শফিকুল্লাহ শফিক, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম অপু।