ফিরলেন নবি, ৭০ এর ঘরে নাঈম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে রংপুর রেঞ্জার্স।
ফিরলেন নবি, ৭০ এর ঘরে নাঈমঃ
নাঈমকে সঙ্গ দিতে ব্যর্থ হন জহুরুল হক। মাহমুদউল্লাহ রিয়াদের বলে মুক্তার আলীকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর উইকেটে আসেন অধিনায়ক মোহাম্মদ নবি। ১২ বলে ২১ রান করে উইলিয়ামসের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

নাঈমের ঝড়ো হাফ সেঞ্চুরিঃ
সতর্ক শুরুর পরেও ফিরে যান রংপুরের ওপেনার মোহাম্মদ শেহজাদ। কেসরিক উইলিয়ামসের বলে বাউন্ডারি লাইনে রায়ান বার্লের দুর্দান্ত একটি ক্যাচে মাত্র ৯ রানে ফিরে যেতে হয় তাঁকে।
তিনে নামা টম অ্যাবেলেও সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত দশ রানে বার্লের বলে ফিরে যান তিনি। যদিও ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন নাঈম শেখ। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১২৭/৪ (১৬ ওভার)
(নাঈম ৭৬*, গ্রেগ্ররি ২*)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আভিস্কা ফারনান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, নাসির হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী ও মেহেদী হাসান রানা।
রংপুর রেঞ্জার্স একাদশঃ মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।